ওই তুমি বসে আছ নয়নের পারে-
কেমনে বলো তো সখী সরাব নয়ন;
সোনামুখ চেয়ে দেখি আমি বারেবারে-
শীতের রোদ্দুর মাঝে অকাল দর্শন।
উপরে সাজানো ছিল সজিনার পাতা-
সোনামুখে সোনাচুলে মিশে মহিমায়;
চরণ যুগল মাঝে শতেক কবিতা-
ললাট জুড়িয়া আছে প্রেম জোছনায়।


সময় হয়েছে পার, সরেছে নয়ন-
অন্ধকার নেমে আসে মন কিনারায়;
ওগো প্রিয় সুনয়না, চোখে রোমন্থন-
সাজানো প্রতীক বুঝি ছিল কবিতায়।
চলে যাবে দিন, কত কেটে যাবে বেলা!
সেদিন দেখেছি চোখে অপলক খেলা।
       -----------