আজ দেখি পুকুরের ঘাটে
একা একা জলে দাও ঢেউ;
বসে আছ একা তার তটে
দেখেনাতো চেয়ে বুঝি কেউ।


ধীরে ধীরে নেমে গেছ জলে
ভিজে গেছে তোমার বসন;
কীভাবে যে দেখি সাঁতরালে
চেয়ে দেখি তোমার ভুষণ।


এলোচুলে ভিজিয়েছ মন
ধীরে দাও চোখে জল ছিটা;
জল মাঝে মিশেছ কখন
দেখা গেছে তোমার রঙটা।


ভেজা চুলে চলে আসো বাড়ি
মাটিতে পড়ে পায়ের ছাপ;
জল ঝরে পিছে পিছে তারি
মন মাঝে কতই প্রলাপ।
        ------