আজ এসে চলে গেছ মাথা নীচু করে-
আমি কিছু দেখি নাই ভাবিয়াছ তরে;
কথাগুলি বলো এসে অপর দুয়ারে
আমাকে আড়ালে রেখে গেছ যে বাহিরে।


কতদিন হয়ে গেল কথা বলো নাই-
সেই যে বসেছি মোরা শীত-কুয়াশায়;
জানি না কিছুই আমি কী এমন হল
ভাবিলে তোমার কথা আঁখি ছলছল।


জানিতাম যদি আমি এ রাগের কথা
তোমাকে ভুলিয়ে রাখি নীরব অন্যথা;
ভুল বুঝো না গো তুমি সব মনে পড়ে
এসে আজ কথা বলো আমার এ ঘরে।


হয়তো শুনেছি কিছু বেদনা খানিক;
তুমি যে কবিতাঘরে প্রণয়মাণিক।
         ------