চেয়েছি বাদলকালে, দেখেছি আঁচল-
আরও একবার দেখি আষাঢ়ের বেলা;
দিবসেতে অন্ধকার করি অবহেলা
দেখেছি তোমার চোখে আষাঢ়কাজল!
বরষার মুখ চেয়ে বড়ো ছলছল-
আমার আঁখির দ্বারে প্রণয়ের খেলা
কত সুর মনে আসে গেয়েছি সুরেলা;
আপনে বাজাই হৃদে প্রণয়মাদল।


বাদলের মেঘ ভাসে, বৃষ্টি সমাপন-
আলোর মালাটি দেখি অপলক কাছে!
বাদলেরা হেসে যায় নিত্য অহংকার;
তোমার নয়ন ছিল আদরে আপন
অনেক কথার মালা শুধু তোলা আছে-
আবার চাহিব চোখে যবে অন্ধকার!
            ------