আভিজাত্য অবেলায় ভরাটযৌবন-
দেখে দেখে খুশি আমি মূল প্রতিপাদ্য;
মুহূর্তের চাহুনিতে সে আগুন অদ্য
শিরা মাঝে চোরাস্রোত সোমত্ত শ্রাবণ!
আগুন ধরাতে পারে নিটোল গড়ন
দক্ষ শিকারির মনে সমর্পিত মদ্য-
বারবার ফিরে আসে লোলুপনৈবেদ্য
আমার চোখের 'পরে প্রেম সমীরণ।


ভীষণ তৃষ্ণার পর শুধু অঙ্গীকার;
মূর্ত প্রতীক রূপেতে প্রণয় অন্ধত্ব
প্রতীক্ষার রং মেশে অবশেষে মগ্ন!
দেখেছি রূপের ডালা ফুলশ্রদ্ধাসার
সহজ সরল পথে বলিষ্ঠ নিমিত্ত
আজিকে সার্থক বুঝি মহীয়সী স্বপ্ন।
          ------