নীচে নদী বয়ে চলে- আমি তার চোখে!
তার আঁচলে ঢেকেছি আমি যে ক্ষণিক,
সবে গেছে মেঘবেলা তখন বোশেখে-
কাটা ধান, কচি পাট সব ঠিক ঠিক।
আমাদের দেহ মাঝে রোদ এসে গেছে
সুন্দর চেয়েছে ওই চোখের তারায়-
কত দিন চেনা যেন মনে ধরা আছে
কাব্য রচি আমি যেন হৃদয়ে হারায়।


অভিমানে চলে গেছ সুরের তারায়-
পাশেতে শূন্য আসন চলে গেছ তুমি
সেই চোখ মনে ভাসে কীভাবে হারায়!
ক্ষণিক তোমাতে মিশে রচি প্রেম ভূমি।
আজ সূর্য শুভ হল প্রভাতবৃষ্টিতে-
তোমাকে ধরিয়া রাখি আমার দৃষ্টিতে।