রঙিন আলোর মাঝে স্বপ্ন বিকশিত
আজ! যেমন আড়ালে থেকেছে প্রভাতে
সব শব্দরাশি; আজ তাই জাগরিত-
মোর সকল কথন একান্ত সাক্ষাতে।


তপ্ত মন উজ্জিবিত হয়! ধীরে ধীরে
সাঁঝের কুজনে ফেরে অসীম চৈতন্য;
খুঁজে চলি দীপ্তশিখা! আঁধো অন্ধকারে
স্বপ্ন সনে দেখা করি, আমি হই ধন্য।


তরুর মনেতে আজ আগ্রাসী পূর্ণতা,
স্বচ্ছ শিশিরের তলে বলি কৃষ্ণকথা-
যেখানে যন্ত্রণা দেয় তোমার দৈন্যতা
শুধু তরঙ্গে ঢেকেছি সেই স্মৃতি-ব্যথা।


এসো আজ কলরবে, দেখি অনুতাপ-
তোমার জোয়ার মাঝে মুছি অভিশাপ।
           ----------