দেখেছি মাধুর্যখানি অবসরকালে-
নজরে যে পড়েছিলে ফিরিবার বেলা;
আমার নজরে তুমি নয় অবহেলা
শুভ মোর দিনখানি শুভম সকালে!
রসকলি রূপ হেরি আদরের গালে,
তোমার বদনে যেন করে গেছি খেলা-
আমি কি সাধক হব সাথে নেব মেলা;
জানি না কি আছে আজ মোর এ কপালে!


তোমাকে হারিয়ে ফেলি নয়নে আঁধার-
চেনা সেই রূপখানি মনে আছে ধরা
কোনোদিন হলে দেখা- দেব পরিচয়;
দেখা কি গো রসকলি হবে না আবার!
শুধুই ভাসিছে চোখে নয়ন উত্তরা-
আমার চোখের 'পরে তুমি প্রেমময়।


# সনেট।