আমি যেই বলি, হারিয়ে গেলে! তুমি বলো- না না;
আমি খুঁজি শুধু তোমাকেই, তুমি সরাও মুখখানা।


সেই তোমার সাবেক প্রশ্নঃ কেমন আছো? কী করছ?
একদিন জানলে না তো- এখানে বৃষ্টি, তুমি কি ভিজছ!


জানতে চেয়েছি কোথায় আছো, স্কুলে না ঘরে;
খিলখিল করে হেসে উঠেছ রেখে যে অন্ধকারে।


তোমার ওখানে শিশির পরে এখানে অশ্রু-ঘাম;
আমার কাছে শিশির এলে তোমাকেই পাঠাতাম।


যখন তোমার শূন্যবেলা, তোমার গায়েতে জ্বর
আমি দিয়েছি সাহস তোমার রেখে দিও অবসর।


কী ভেবেছ! কী লিখেছ! চোখ রাখি ফেসবুকে;
তোমার মনের একখানা কথা রেখেছি সৃষ্টিসুখে।


লিখতে বসে কথারা আসে কেমন নৈমিত্তিক;
মাপ করে দিও, ভুল বুঝো নাকো, সব নয় ঠিক ঠিক।
            ----------