যতই মানুষ হও! তবু টেনেছে ধর্ম;
ওটা এমন স্থান- দূর হয় শরমও।


দুর্বার সময় পেরিয়ে তুমি মানুষের কাছে;
তোমার আশীর্বাদে মানুষ বেঁচে আছে।


বটবৃক্ষ হয়ে তুমি ঢেকেছ কচুরিপানায়;
তোমার সাহস নেই, সঙ্কীর্ণ হানায়।


জীবাশ্ম হয়ে গেছ মুখের আদলে;
ভীরুতায় ঘেমে যাও শ্রাবণ বাদলে।


তোমার আকাশে আজ অন্ধের ছায়াপথ;
বেদনাহীন সময়ে দেখো স্বর্ণরথ।


ঝড় এসে ভাসায় তোমায়, ভাসায় মনকে;
প্রার্থনায় শেষ করো সেই উত্থানকে।


আজ বসন্ত দিনে উদ্দাম সব ত্রিশূল
তোমার মধ্যে ছিল এক প্রগতির ভুল।
       --------