তোমাকে খুঁজতে গেলে পাই না কখনো-
যেমন তোমায় বলি তোমরা কি জানো!
আমার জানা তোমার সেই সংসার;
উৎসুকে চেয়ে থাকি মিলনে আঁধার।


তোমার ওখানে শীত আমার এ রাত!
তোমার অরণ্যে সদ্য আমার প্রভাত;
তোমার পথেতে তুমি  কত সম্মোহন
ক্রমাগত বাঁধা আসে পথে বিচ্ছুরণ!


তোমার রং নীলাভ বেগুনি সমান-
তোমার শরীর জেগে থাকে বহমান;
তোমার মাঝেই আজ আমার স্থাপন
আজকে মনেতে দেখি প্রেম উদ্বোধন।


আবহ আমার তুমি আমার মতোই
এই পুরুষে যতনে তা সহজাতই।
           --------