আজ শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের জন্মদিন। তাকে শ্রদ্ধা জানাতে এই ভাওয়াইয়া গান তাকেই উৎসর্গ করলাম।
----------------------------------------------------------------------


কোন দেশেতে রইলা বন্ধু কোথায় বাঁধলে ঘর;
তোমার কাছে আজকে আমি হয়ে গেছি পর।


হাতের পরে হাতটি ছিল, বুকের পরে বুক-
তোমার মনে দিয়েছিলাম আমিই শুধু সুখ।
তোমার কথায় ঘুম আসিত আবার ঘুমে পরা
আজকে আমি বেঁচে আছি শুধু তোমায় ছাড়া
বুকের মাঝে ঢেউ উঠেছে, উঠবে বুঝি ঝড়।


আমায় ছেড়ে গেছ তুমি দুটি শীতের মাস;
আমার মনে আজও আছে তোমার বসবাস।
তোমার দেওয়া স্মৃতির মালা তুলে রাখি ঘরে;
কখন বুঝি মনে আসে তুমি আমার দোরে।
নিশিরাতে স্বপন দেখি সাজায়ে বাসর।
        -----------


ছন্দ: স্বরবৃত্ত


পর্ব বিভাজন: ৪/৪/৪/১-২মাত্রায়।