শপথের দিন একলা বিকালে তুমি-
প্রলেপ লাগানো সমুদয় অন্ধকার;
হাসির খোরাক জাগিয়ে রেখেছ বুকে
সেখানে তোমার সুনিপূণ অহঙ্কার।


পিছনে অবজ্ঞা ফেলে দাও বারে বারে-
আজ একা হাঁটি দূরে দেওয়ালের বাড়ি;
অভিমান টেনে জমিয়েছ সহিষ্ণুতা
সেখানে সকল সম্পর্ক নামের আড়ি।
        -------