নির্জন সৈকতে বসে কেটে যায় বেলা-
এলোমেলো উঠে আসে সমুদ্রের খেলা;
ভুলেছি সূর্যাস্তে আজ আমার ব্যস্ততা
ছুটি নিয়ে দেখি চেয়ে সমুদ্র সভ্যতা।


ওপারে জলের ঢেউ পায়েতে সৈকত
আশেপাশে নীরবতা একাকী ইজ্জত;
দূরে দূরে জেলেদের মেছোডিঙি ভাসে
মাছ ধরে ফেরে এরা গৃহ পরিবেশে।


বেলা বুঝি ছোটো হয় রং মাখে সূর্য
চাঁদনি রাতের বেলা সীমানায় ধৈর্য;
বসে ভাবি মুখোমুখি যদি কেউ ডাকে-
মনোরম দৃশ্য দেখা আঁচলের ফাঁকে।


সবাই যে ফিরে আসে সমুদ্র নির্জন
আমি একা বসে আছি ভাবিতে দুজন।
         --------