এখনও কি আকাশটাকে সমুদ্রের মতো লাগে!
এখনও কি মৃত্যু চেতনায় খুব ব্যথা পাও
পাখির ডাকে সকালবেলা এখনও ঘুম জাগে!


এখনও কি কাব্য লেখো তোমার আমার অনুরাগে
আমার কথায় পালিয়ে গেছ, আমার কথায় চাও;
এখনও কি আকাশটাকে সমুদ্রের মতো লাগে!


উত্তরে বাতাস বয়ে যায় চোখের প্রান্তভাগে
সেইখানে চেয়ে চেয়ে সূর্যে প্রণাম দাও-
পাখির ডাকে সকালবেলা এখনও ঘুম জাগে!


তোমার হলুদ-মন চেয়ে থাকে কোন সে রাগে
আমার যাবার কালে একবার আকাশে তাকাও;
এখনও কি আকাশটাকে সমুদ্রের মতো লাগে!


আজ বলি সেই কথা, বলি সব সবাকার আগে
পলকহীন একান্ত দুজন তুমি চেতনার সুরে গাও-
পাখির ডাকে সকালবেলা এখনও ঘুম জাগে!


এসেছ যখন সুখের পরশ গেয়ে ওঠে পরাগে
আমার কাছে সোহাগের সুরে গোপনে হারাও
এখনও কি আকাশটাকে সমুদ্রের মতো লাগে!
পাখির ডাকে সকাল বেলা এখনও ঘুম জাগে।
                 -------
# ভিলানেল।