সেদিন দেখেছি আমি শতাব্দী শেষের
সূর্যখানি! তোমাকেই সাথে নিয়ে নদী
তটে; সারাবেলা কেটে গেছে জানি যদি-
তবুও রঙিন মনে যাপন বেশের।
হাজার স্বপন দেখি তোমার কেশের
আঁতর মাখানো মনে; প্রেম নিরবধি
তুমি শুধু আমাতেই এ মন আহ্লাদী-
সকল বাসনা মোর প্রিয় উল্লাসের।


কেটে গেছে বহুদিন, প্রিয় নদী-ঘাট
সেই কথা লিখে রাখে অতীব গোপনে!
আমি বসে ভেবে গেছি তোমার ললাট;
আজো কেন ভেসে আসে তারা এ স্বপনে
ভরা জলে নদী ভাসে আমি তুমি হারা-
সূর্য দূরে ডুবে চলে, তোমার ইশারা।
       -----------------