আমার নয়নে চেয়ে গেয়ে গেছ সেই গান
আজও আমি বুঝি প্রিয় সেদিনের অভিমান


তোমার নয়নে ছিল বলাকার পরিহাস
ভুল করে লিখিয়াছি তুমি হলে মধুমাস
পথের দুয়ারে বসে ফাগুনকে ভালোবেসে
তোমাকেই করি অনুমান।


মেঘের পালকে ছিল হাজার জোছনা জানি
জোছনা বাদলে মেশে হয়ে বড়ো অভিমানী।


গেয়েছ মধুর গান শুনেছি নীরব মনে
আমোদে মিশেছি প্রিয় এমন সাঁঝের ক্ষণে
ভেসেছি গানের সুরে কেমনে থাকিব দূরে
সপে দেব আজ মনপ্রাণ।