বুকের ভিতরে তোলা থাকে বাজনাটা-
বড়ো বেজে ওঠে অসময়ে আজকাল;
চেয়ে দেখি বসে বেদনারা ভেসে যায়-
ইমন বেহাগ একসাথে সমকাল।


মুছে গেছে সব যাপনের ক্লান্তিদিন!
শ্রাবণের মেঘ উষর মরুর বুকে;
অমৃত ধারায় আজ মিশে গেছে সব
অকালবোধন কপাল,ওষ্ঠ,চিবুকে।


নিবেদনে থাকি অসময়ে বৃষ্টিজল
ক্রমশ মেলায় সরোবর নিমন্ত্রণ;
বেঁচে থাকে সুখ পরীদের কিনারায়-
সেখানে জীবিত তোমার সহমরণ।
         ------