কবিতা এখন লিখতে বসব বলে-
সহজে এনেছি একফালি অশ্রুকণা;
সেদিনের সব জমানো কথার ডালি
নীরবে এনেছি আজ বুঝি একদানা।


রুটিন মাফিক দিনমান কেটে যায়-
ভুলে গেছি সেই চেনা পথের আনন্দ;
একাকী পথিক হয়ে থাকি অবশেষ
হারিয়ে ফেলেছি জীবনে চলার ছন্দ।


জ্বলছে জ্বলুক অনির্বাণ দীপশিখা
প্রণয় দেবতা, অবিরত জপি নাম;
তবুও সভ্যতা হেঁটে পিছনে তোমার
নৈবেদ্যের ঘরে কী আরাম! কী আরাম!
          --------