আজ ভেবে গেছি আমি
আজ আবার পড়েছে মনে;
তোমাকে বেসেছি ভালো
আজি মধু বাদল শ্রাবণে।


আকাশেতে কালো মেঘ-
ঝিরি ঝিরি ঝরিছে বৃষ্টি;
আমার মনেতে তুমি
আহা তুমি কতই মিষ্টি!


জানিনা কোথায় আমি,
সব মেঘ দলে ভেসে যায়;
বরষা আমন্ত্রণে
কত দূরে কোন নিরালায়।


আমার উদাস মন
তোমাকেই খোঁজে বারেবারে;
এসো প্রিয় আজ তুমি
আজ এই শ্রাবণের দ্বারে।


*** ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: ৮, ১০ মাত্রায়।