যতবার আঁখি মুদি দেখি ততবার-
তোমার ললাটখানি, সোহাগের মোহে
পলাশলাবণ্য যেন ঘোচায় আঁধার;
চার চোখ মিলেমিশে অদেখা সে দোহে-
বালিকা প্রিয়তি তুমি কুসুম বদন!
রাঙা ঠোঁটে ভরা হাসি আবেশিত হারা
তোমাতে চাহিয়া পাই প্রণয় স্পন্দন
মন মাঝে বাড়ে যেন শ্রাবণের ধারা।


রাঙা হাসি দিয়ে গেলে শেষবার বেলা-
আমাতে চাহিয়া তুমি নীরব ভাষায়;
অযাচিত যত কথা ও ঠোঁটের খেলা
আমি থাকি মুখে চেয়ে বল কী আশায়!
হেঁটে গেছ মোর পথে দেখি চেয়ে চেয়ে
মনেতে প্রণয় আসে আজ বুঝি মেয়ে!
       --------