ছায়াপথ ধরে চলাচল-
সেখানে আমার সব কথা;
তোমার সুখিসুখি গড়ন
আজ আলোপথে সতর্কতা।


নানা রূপে আঙুলে আঙুল
তোমার শরীরে বাজে বাঁশি;
আমার বিচিত্র মন মাঝে-
তোমার সে সেদিনের হাসি।


আজ দীর্ঘরাতে হাঁটা শুরু-
অভিমানে শূন্যচিত্তধাম;
আমার এ রক্তাক্ত শরীরে
মিশে আছে যত শব্দঘাম!


সব বুঝি বাতাসের মতো-
অন্ধকার আসলে কাহিনি;
আমার মনে ভয়ার্তরোদ
সব মেশে যেন স্রোতস্বিনী।
        ------