সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ২২ (০৩/১১/২০১৮) অংশের পর-


             ।।২৩।। একশো টাকার নোট
এই তো সেদিন তোমার পোশাক ধরেছি সাহস করে-
সাজিয়ে গুছিয়ে রেখে দেব বলে স্মৃতি এসে যেন ধরে।
যেটাই দেখেছি, যেটা হাতে নিই সেখানে তোমার স্মৃতি;
হায়রে কপাল! পোড়া মনে আজ এ কেমনের নিয়তি!
তোমার পোশাকে তোমার গন্ধ মিলেমিশে যেন আছে-
তোমার পোশাক বুকেতে ধরেছি যতনে আদরে কাছে।
যেটাই ধরেছি মনে পড়ে গেছে কোনটি কোথায় কেনা;
কে বা দিয়েছিল কেন? কোন হেতু? বড়ো বেশি বেশি চেনা।


তুমি নেই আজ পোশাকের সারি ভরিয়াছে আলমারি;
গুছিয়ে গুছিয়ে সব রেখে দিই সহ্য করিতে পারি!
কিছুই হবে না, কেউতো পাবে না, রেখে দেব চিরদিন;
তোমার মানিজা এসবের মাঝে বেঁচে রবে অমলিন।
তোমার গহনা পড়ে আছে আজ পরার মানুষ নেই;
প্রতিটি দেখেছি হাতে তুলে ধরি অবেলা সময়েই।
তোমার সাজের সব কিছু পড়ে তোমার স্পর্শহীন;
এসবের মাঝে খুঁজে পাই আমি তোমার সকল ঋণ।


নাড়তে চাড়তে তোমার পোশাকে পেয়েছি কতক টাকা-
একশো টাকার বেশ কিছু নোট শাড়ি দিয়ে ছিল ঢাকা।
তোমার হাতের যত্নেতে রাখা গোপনের সেই ধন;
আজ শুধু তারা নোট নয় শুধু স্মৃতিতে চিরন্তন।
সংসার মাঝে মঙ্গল বুঝি রক্ষিত এই টাকা;
তোমার মনের আপন বাসায় তাইত যত্নে রাখা।
ঘর নাকি কভু শূন্য করে না এই ছিল বিশ্বাস;
এই ধন বুঝি সে ভাবেই ছিল গচ্ছিত বারোমাস।


তোমার বেতন তোমার অর্থ দিয়েছিলে মোর কাছে;
কোনোদিন তুমি খোঁজ নাও নাই ভালোবাসা শুধু আছে।
এই নোটগুলি রেখে দেব আমি তোমার নামের মতো-
আবেগের সাথে বাস্তবতায় খুঁজে ফিরি অবিরত।
এতো শুধু নয় একশ টাকার একগোছা কিছু নোট!
তোমার ছোঁয়ায় এর মাঝে আছে করেছি ওলটপালট।
এই নোট আজ, নোট নয় শুধু বাজারে বিক্রি নয়;
সংসার প্রতি এই অবদান প্রতি ঘরে যেন হয়।
              -----------
** চলবে।