(৬)
আমি যে তোমার অভাগা কাঙাল
আমার কথাটা থাক;
দশটা বছর একসাথে চলা
তারপরে নির্বাক!
আজ আমি সখী ভগ্ন হৃদয়ে
আশাহত এ পথিক;
জানি না জীবন কেমনে চলিবে
কোন পথে ঠিক ঠিক!


আমার বিলাপ, আমার বিরহ
অরণ্যে রোদন জানি;
স্মৃতি নিয়ে আজ বেঁচে থাকি শুধু
তোমার কথায় আমি।
তোমারে হারিয়ে আমি যে কেমন
কেমনে বোঝায় তা;
শুধু মোরে আজ ঋণী করে গেছ
ওগো তুমি প্রিয়তমা।


কোন অজানায় চলে গেছ আজ
সেই যে না ফেরা দেশ;
এক দশকের জীবন পথের
আজ বুঝি হল শেষ।
মনে পড়ে আজ কত কথা প্রিয়ে
তোমার ছবিতে সাথি;
যতবার দেখি কেঁপে কেঁপে উঠি
আমার দিবস রাতি।


তুমিই আমার প্রথম পাত্রী
তুমিই ছিলে দ্বিতীয়;
এই  ভুবনের গোপন এ ঘরে
তুমি ছিলে মোর প্রিয়।
তখন যে তুমি কলেজেতে পড়ো
বয়স সবে উনিশ!
তোমার মেধার মর্যাদা দিই
ওই রূপে কুর্নিশ।


** চলবে।