(৭)
সব জেনে-শুনে কবুল করিলে
আসিলে আমার ঘরে;
তোমার আস্থা, পড়াশোনা দিয়ে
মিশে গেলে অন্তরে।
নতুন এ ঘর, নতুন সে বাড়ি
নতুন মধুজীবন;
তোমার মহিমা পরম মুক্তি
সুন্দর ওই মন।


আমাদের সুখে প্রথম সন্তান
ঘর বুঝি আলো হয়;
স্নেহের মানিজা জন্ম নিল
আমরা আনন্দময়।
তারপরে শুধু সুখের দিবস
খুশিতে বছর মাস;
তারপরে প্রিয়া কণ্ঠ যে রোধ
ভাগ্যের পরিহাস।


তুমি যে দিয়েছ  ওই মনপ্রাণ
আমার সহধর্মিণী;
তুমি নেই আজ শোক জ্ঞাপনে
আমি কত মর্মীনি।
আজ যে আমার লজ্জা নয় গো
হচ্ছে গর্ব বোধ;
তোমার শোকেতে শোকাতুর আমি
দেব তার প্রতিশোধ।


তোমার প্রয়াণে মানুষ ব্যথিত
অকাল প্রয়াণ তাই;
ছেলে মেয়ে নিয়ে আমি উদবিগ্ন
উদবিগ্ন সব্বাই।
কীভাবে তাদের জীবন কাটিবে
কী আছে ভবিষ্যৎ
আমি তো যাব কর্মের দেশে
কীভাবে সময় পথ!


** চলবে।