সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ১৬ (২৮/১০/২০১৮) অংশের পর-


          ।।১৭।। তোমার বিহনে বন্ধু-বান্ধবী
কেঁদেছে তোমার সব পরিজন যে যেখানে প্রিয় থাকে;
সবাই এসেছে আজ দুর্দিনে এসেছে আমার ডাকে।
তোমার কথায় সবাকার মুখে আজ ওঠে দিকে দিকে;
সুফিয়া যে তুমি, বুল্টি যে তুমি এভাবেই রাখি লিখে।
তুমি যে পড়াতে যেই ইস্কুলে সেই ভালোবাসা থাক;
তোমার শিশুরা খবর শুনিয়া ভয় সাথে নির্বাক!
ভাবতে পারেনি কচিমনগুলি তাদের ম্যাডাম নেই!
ম্যাডামের সাথে হবে না যে দেখা আজ আর ক্লাসেই।


তোমার বন্ধু সহপাঠী যারা প্রিয় শিক্ষককূল;
সুফিয়া বিহনে ভাবতে পারেনি ভেঙে গেছে সব ভুল।
হতাশ হয়েছে সেই বন্ধুরা তোমাকে দেখবে না-
কী ঘটিতে আজ কী যে হয়ে গেল সুফিয়া আসবে না।
সবাই এসেছে, খোঁজ নিয়ে গেছে বলেছে তোমার বাণী;
তুমি কত ভালো! কত প্রিয়জন! সেই কথা আজ মানি।
তোমারে ভুলিয়া, তোমাকে ছাড়িয়া, প্রিয় এই কয়দিনে;
মানুষের রূপ জেনে গেছি আমি মানুষ গিয়েছি চিনে।


এক সেই ছিল প্রিয় বান্ধবী একসাথে যাতায়াত-
ব্রিজের উপরে যেতে হত তার এই পথে সাক্ষাত।
কষ্ট পেয়েছে সেই বান্ধবী তোমার সে প্রাণপ্রিয়;
ব্রিজে উঠতেই সে কেঁদে ফেলেছে কেঁদেছে স্মরণীয়।
সেই সেতু বুঝি খবর রেখেছে সেতুবন্ধন তার;
আবাল্য প্রিয়, প্রিয় বন্ধুর সে ভীষণ চিৎকার!
লোকজন আসে বুঝতে পারে না করেছে ব্রিজ পার-
চেনা সেই সেতু আজ দুজনার অবিশ্বাসের হার।


কতজন আছে, কত প্রিয়মন- আর এক বান্ধবী
এখনও মনেতে বিশ্বাস তার তুমি আছ বুঝি সবই।
তার ঘরে আছে এক সন্তান, সে মানিশের বয়সী
মাঝেমাঝে তাকে আদর করতে মন নয় যে সাহসী।
প্রিয় বান্ধবী কষ্ট পেয়েছে, কষ্ট পেয়েছে বেশি-
ছেলের সামনে দেখাতে পারে না তাহার আবেগ হাসি।
মাণিশের শোক বুঝে গেছে সেও কত যন্তনাময়;
জীবন পথেতে থাকিবে সে বেঁচে এই শোকের ছায়ায়।
                 ---------
** চলবে।