সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ১৭ (২৯/১০/২০১৮) অংশের পর-
                  
           ।।১৮।। আমার জন্মদিন
আজ বসন্ত! ফাগুনের মাস আমার জন্মদিন;
শুভেচ্ছা তুমি প্রথমে জানাতে ভালোবেসে অমলিন।
এমন সুরেতে কেউ কোনোদিন আসেনি আমার কাছে-
তোমার সকল উপহার দামি আমার কাছেতে আছে।
কত খুশি আর আহার-বাহার বিকালে ঘুরতে যাওয়া-
তোমার কাছেতে আজকের দিনে নতুন কিছুটি পাওয়া।
এই যে প্রথম জন্মদিনেতে তুমি নেই প্রিয় কাছে;
কতেক পুষ্প ব্যঙ্গ করিছে মোর উঠানের গাছে।


জন্ম হয়েছে আপন ঘরেতে বুঝিনি জন্মদিন;
বিয়ের পরেতে তুমি এসে ঘরে পালিত সে শুভদিন।
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ এ ফাগুনের পহেলা
ভালোবাসা দিন রূপেতে এখন সবার ভীষণ চেনা।
একই সেই দিনে জন্মের তিথি জানাতে যে ভালোবাসা
মনের দুয়ারে নবরূপে আসে তোমার প্রণয় আশা।
আগে থেকে তুমি জানাতে না মোরে জানাতে সকালবেলা
সারাটি দিবস আদরে সুখেতে কাটিত ছূটিতে খেলা।


আজকে আমার ভালোবাসা দিনে আমার জন্মদিন;
তোমার বিদায়ে শেষ হল জানি শায়িত সে চিরদিন।
আর কোনোদিন হবে না পালন এই দিন বুঝি প্রিয়
আজ থেকে আর জন্মদিন না হোক বুঝি স্মরণীয়।
তোমার প্রয়াণে ভুলে গেছি আমি সকল হিসেব যত
জন্মদিনেও থাকব যে আমি আমি যে আমার মতো।
আবার আসবে ফাগুনের দিন আমার জন্মবেলা;
শুধু সে হারাই তোমার মুখের হাসি-মুক্তার খেলা।


আমার দুহিতা মজাটি করিত তোমার সাথেতে মিশে
জন্মদিনের খুশিতেই আমি আবেগ মধুর কী সে!
এবারেও এল সেই দিন প্রিয় দেখেছি যে আমি চেয়ে
এত সোহাগেতে কেউ বলে নাই হ্যাপি বার্থ ডে!
সুখি আমি নেই, তাই বুঝি এই বুঝিনি জন্মদিন
যেভাবে আসে সেভাবেই গেল যেমন অন্য দিন
মনে পড়ে যত এদিনের স্মৃতি বিগত বছরে সোনা
আজকে ভাবিয়া মনের ঘরেতে পেয়ে গেছি যন্তনা।
            --------


** সম্পাদিত নয়।


** চলবে।