সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ২৫ (০৬/১১/২০১৮) অংশের পর-


                ।।২৬।। জীবনবৃত্ত
আজ আমাদের জীবনবৃত্ত হয়ে গেছে ছোটো খুব;
সংসারে তুমি অর্ধেক ছিলে বাকিতে আমার ডুব।
বাকি অর্ধেক আমরা ছিলাম তোমার ছেলে ও মেয়ে-
আজ যেন সব শূন্য হয়েছে তোমাকে অকালে হারিয়ে।
তুমি যে আমার ঘরপ্রিয়া ছিলে, আজ সে ঘর শ্রীহীন
বিশ্রি সে ঘরে স্বপ্ন বিহীন কেমনেতে চিরদিন?
কে ভাবিবে বলো! তোমারই মতো তোমার ছেলের কথা;
কেমন করিয়া তোমার ও মেয়ে হবে আজ পরিণীতা!


কেই বা রাখিবে আগলিয়ে বলো আমাদের এই ঘর;
যেখানে আমরা ডুবে থাকিতাম নিয়ত পরস্পর।
এই সংসার গুছিয়ে রাখতে নিত্য অঙ্গীকার
তোমার সে ঋণ নত এ চিত্তে করছি আমি স্বীকার
মধুর জীবনে আধার আসিবে কে ভেবেছে তারে বলো!
আজ আর এসে কেউ বলিবে না 'আমার সঙ্গে চলো'।
কতই এসেছে তমসারজনি ভরেছি আলোর মালায়-
আজ আমি বুঝি সেই আঁধারেতে ঢেকেছে অবলীলায়।


গাড়িতে যদি বা লাগাই সে চাকা কেমনে চলিছে ধীরে-
চাকাহীন গাড়ি কেউ দেখে না যে একবার তারে ফিরে!
আমার মুখেতে শোকের ছায়াটি চাই না অনেক লোক,
পাছে বুঝি তারা আমাকেই দেখে পাবে বুঝি কিছু শোক!
আজ তাই আর জীবনের গান গাইতে পারি না মুখে
সকল সে গান থেমে গেছে আজ আমার অকাল সুখে।
ঘরের মাঝেতে ছেলের কান্না, মেয়ের গোমরা মুখ;
মনের কোণেতে নবীন জন্ম আসিতে পারে অসুখ!


জীবনের পথে জীবনবৃত্ত সহজ-সরল নয়
অকাল দহনে জীবনের পথে আমাদের পরাজয়।
প্রিয় ঘর আছে, ঘরের সাজেতে সহজ কথায় রাখা-
কোনোখানে তার সুখ নেই আজ বেদনার কোলে ঢাকা।
বন্ধুরা আসে বোঝাতে চেয়েছে অনেক রকম সুরে-
বুঝতে চেয়েছি মনের আবেগে বুঝিনি অন্তঃপুরে।
ছেলে মেয়ে নিয়ে সময় কাটাই ছোটো হতে থাকে চিত্ত;
অর্ধেক পথ আজ হারিয়েছি ভুলি জীবনবৃত্ত।
           ---------
** চলবে।