সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ২৮ (০৯/১১/২০১৮) অংশের পর-


         ।।২৯।। আকাশে আলো-আঁধারী খেলা
আজকে আকাশে আলোর আঁধার লুকোচুরি মনে খেলা-
কালোমেঘ খানি ঢেকেছে আসিয়া বাদলপূর্ণ বেলা।
কে যেন কখন ছাপিয়ে যে যায় এই চলে খেলা খানি;
চারিদিকে কত নিস্তব্ধতা কোথাও বা হাতছানি।
নীরব রাতের নীরব সে মায়া মাঝে মাঝে বেড়ে যায়-
জানা অজানার পরিবেশ সাথে নবরূপে পরিচয়।
চারিদিকে বুঝি আনাগোনা কত নিশাচর রাত জাগি;
আমি যে একাকী একার ঘরেতে রয়েছি তোমার লাগি।


এককোণে মোর চেয়ারটি পাতা দৃষ্টি আকাশপথে-
মন বুঝি ওই ভেসে চলে যায় আকাশ পারের রথে।
রাত জাগা মন জাগিয়া দেখেছি স্বপ্ন দেখেছি চেয়ে;
অবাধ্য মন চারিদিকে যেন তোমার কথায় ছেয়ে।
তোমার চেয়ার শূন্য আজিকে এমন রাতের কালে;
তুমি আর আমি জেগে বসে আছি প্রণয়কথার কালে
পূর্ণিমা রাত, বাদলের দিন সেথা স্বপ্নের বাস!
তোমাতে চাওয়া স্বপ্নতে ছোঁয়া স্বপ্নের করি চাষ।


আজ আর তাই স্বপ্ন দেখি না স্বপ্নতে মন নেই-
শুধু ভেবে গেছি পরের দিনটি বিছানা মাঝে শুয়েই।
এর চেয়ে আর কিছু ভাবি নাই, আশা নেই আর কোনো-
স্বপ্নের তার ছিড়ে গেছে আজ যা ছিল প্রিয় সাজানো।
আজ দূরে চেয়ে তাই তারা দেখি খুঁজি তারাদের দেশে-
তুমি যদি থাকো আপনার সাথে এমন তারার বেশে।
যারা চলে যায় জীবনের থেকে তারা নাকি হয় তারা!
চলে গিয়ে আর ফেরে না কখনও দেশটা যে না ফেরা।


স্মৃতির সাথেতে কথা বলি আজ,, আকাশের তারা দেখি-
দূর আকাশেতে তারাদের মাঝে আপন তারায় সখী।
কত তারা আজ আকাশের পথে ফুল হয়ে ফুটে আছে-
আপন তারার খোঁজ জেনে গেছি লুকিয়ে তাদের কাছে।
অনেকে শোনায়, অনেকে বলেছে, আমাকে তারার গল্প;
বিপদ যে বড়ো আমার শিশুর, আমার নিছক অল্প।
প্রিয় স্বজনের অনুপস্থিতি কেমনে করিব ব্যাখ্যা
সহজ উপায় নেই তার কোনো তাই বুঝি তারা দেখা।
                 ------------
** চলবে।