সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৩১ (১২/১১/২০১৮) অংশের পর-


          ।।৩২।। আমার বিষাদযাপিত দিন
ধূসর পথেতে জীবন আমার বিষাদযাপিত দিন
স্রোতধারা বহে এই বুক মাঝে তোমার কাছেতে ঋণ।
ভোরের শিশির সিক্ত করেছে শুকিয়ে গিয়েছে মন;
সব ভালোবাসা দাঁড়িয়ে যে আছে রূপালি চাঁদে কখন।
আমার জীবন ঢেকে গেছে আজ কঠিন ধুলার ঝড়ে-
পরাজয় সাথে গ্রহণ করেছি গ্রহণ হৃদয় ভরে।
সবুজ মনের সকল আঁধার আজিকে যাতনাময়-
খুঁজে যে চলেছি নবীন স্বপ্ন তবুওতো পরাজয়।


হয়ত আবার দাঁড়াব যে ঘুরে দুঃসহ দিন কাটবে;
মাটির উঠানে পূর্ণিমা চাঁদ আবার বুঝিগো হাসবে।
তোমার সকল স্মৃতির ধারা ভাগ করে নেব মনে-
তোমার সকল রচনা যাপন রাখিব মনের কোণে।
বুকের আগুন থিতিয়ে যাবেই নবীন পলির মতো-
স্মৃতিগুলি সব বুকের মাঝারে আঁকবে নবীন ক্ষত।
উঠবে আকাশে নবীন জোছনা বাদলে দাওয়া ভিজবে
স্বজন হারানো মনের আঁধারে নতুন জীবন আঁকবে।


কত খুশি আর, কত কথকতা আজকে ঝড়েতে মেশে-
আমার জীবন থমকে গিয়েছে প্রান্তরেখায় এসে।
মনেতে আমার বড়োই বিপদ, বিপদ যে চারিদিকে-
তোমার নামেতে সকল কথটি গোপনে যাব গো লিখে।
তবুও আমরা দাঁড়াব আবার আশার মুরতি মেখে-
নতুন সূর্য উঠবে আবার সকল আঁধার ঢেকে।
ধরার মাটিতে মিশে গেছি আমি কণ্ঠ হয়েছে রোধ;
কোন অভিশাপে দিয়ে গেলে তুমি এ বিশাল প্রতিশোধ।


চোখের জলেতে নদীটির পাশে ভাসিছে শুধুই স্মৃতি;
রক্তরাগের অনাবিল ক্ষণে তোমার বিদায় আরতি।
আমার চোখেতে সেদিন জড়িয়ে তোমাকে বলেছিলাম;
হাতখানি কেন ছেড়ে দিলে প্রিয় সে আশায় বসে ছিলাম।
বুকফাটা সেই ও আর্তনাদ যায়নি তোমার কানে-
নীরবে শুধুই চেয়েছিলে শুধু চাওনিতো মোর পানে।
শতেক টুকরো হয়ে আছি আমি সেদিনের বেদনায়-
আমার হৃদয় শুকিয়েই গেল অসীম সে সীমানায়।
             --------------
** চলবে।