সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৩২ (১৩/১১/২০১৮) অংশের পর-


             ।।৩৩।। জীবন লণ্ডভণ্ড
আজকে জীবন লণ্ডভণ্ড, অগোছালো সব কিছু;
কোথায় বা শুরু, কোথা এর শেষ, কোথা আমি রোজ পিছু।
কিছুই জানি না, কোথায় চলেছি, জীবনের কী বা মানে!
কোথায় পৌঁছে ব্যথাটি জুড়াব কোন নগরের টানে।
এ যে কত জ্বালা, এ যে কত ব্যথা, এ তো নিভিবার নয়
কতটা যে ক্ষতি মাপতে পারিনি আজকের পরাজয়।
দশটি বছর ঘর করে আজ ভরা সংসার রেখে-
অকাল প্রয়াণে চলে গেলে তুমি ক্ষতিগুলি সব ঢেকে।


আজকে জীবনে কেউ পাশে নেই, কেউ তো দেয় না তাড়া-
তোমার বিহনে আমি 'রাম' বুঝি আজকেই 'সীতা' হারা!
জীবনের স্বাদ ভুলে গেছি আমি আজ সংগ্রাম বড়ো ;
ছেলে মেয়েদের বন্ধু হওয়া বেদনায় থরো থরো।
কত ভাবনাতে মিলে মিশে ছিল তোমার আমার মন;
শূন্য ঘরেতে শূন্য ভাবনা আমি শুধু একজন।
জীবনে এসেছে কত প্রতিকূল কোনোদিন ভাঙি নাই
আজ কেন সোনা জেগে জেগে আমি দেখেছি রাত্রিটাই।


ক্লান্ত মনেতে ছেলে-মেয়ে ঘুমে ক্লান্ত সে বিছানায়-
তাকিয়ে দেখেছি ওদের দিকেতে আজ কত অসহায়!
দিন বুঝি আজ অনেক দীর্ঘ কাটতে চায় না দিন;
মনের ঘরেতে একার সাথেতে আজ বড়ো পরাধীন।
কার সাথে বলি দিনের গল্প কার সাথে ভাগাভাগি-
একার সাথেতে কথা বলি আজ আঁধারেতে রাত জাগি।
দিন কেটে যায় লোকেরা তাকায় এখন ভিন্ন চোখে-
সবাই খুঁজিছে আমাদের মন কেমনে আছে গো শোকে।


দিন চলে যায়, রাত ঘরে আসে হাজার স্বপ্ন জমা-
মেয়েটি আমার শুকিয়ে যা যায় আজ নেই অনুপমা।
জীবনের পথে চলেছি আমরা বড়ো বেশি দিকভ্রান্ত;
সারাদিন আছি একই যাতনায় মন বুঝি তাই ক্লান্ত।
আবার সকালে উঠতে যে হবে আসবে নতুন ভোর;
কলরব সাথে কান্না ঘুচিবে শান্ত ঘরের দোর।
জীবনেতে আজ নিয়ম হীনতা বড়ো বেশি বেসামাল-
লণ্ডভণ্ড জীবন পথের আমি যে অভাগী কাঙাল।
                 -------
** চলবে।