সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৩৬ (১৭/১১/২০১৮) অংশের পর-


              ।।৩৭।। স্বপনে দেখেছি
স্বপনে দেখেছি সেদিন প্রিয়তি তুমি আছো এই ঘরে-
তোমার খেয়াল অনায়াসে আছে, এই আমাদের 'পরে।
ঘুমিয়ে দেখেছি তোমার রূপটি সেই যে আগের মতো-
বিড়বিড় করে কথা বলে যাও কথা বল অবিরত।
ঘর মাঝে ঘোরো, গুছিয়ে যে রাখো জিনিসেরা এলোমেলো
কত যতনেতে রেখেছ এ সব দেখেছি সব গোছালো।
তোমার সাথেই বলে গেছি কথা কথা সে ভীষণ চেনা-
তুমি যেন প্রিয় কাছে আছ মোর তোমার মাঝেতে দেনা।


তুমি এসে গেছ চেনা সে রূপেতে এসেছ এমন মাঝে
তুমি বুঝি আছ আমাদের সাথে এভাবে সকাল সাঁঝে।
নাম ধরে তুমি ডেকেছ ওদের ডেকেছ আপন করে
ভালোবেসে তুমি ছোটো মানিশের রেখেছ বুকেতে ধরে।
কাছে এসে তুমি কত কথা বল মানিজার কানে কানে
আমি কিছু বুঝি কিছুটি বুঝিনা কিছু বুঝি অনুমানে।
কত কাজ যেন করেছ নিজেতে সংসার প্রতি মন
এমন করেই এই ঘর মাঝে তোমার বিচরণ।


আদরে সোহাগে আমার মাথাতে রেখেছ যখন হাত
ঘুম গেছে ভেঙে, দেখেছি চাহিয়া হয়েছে নব প্রভাত।
ভোরের স্বপন মিথ্যা তো নয় তুমি আছো আবদারে-
এই ঘর বাড়ি বেঁচে থাক প্রিয় তোমাতেই বারেবারে।
কী- যেন তুমি বলে গেলে মোর সবটা মনেতে নেই-
আবার শুনিব তোমার সে কথা থাকব অপেক্ষাতেই।
মনে আছে শুধু খেয়াল রাখিব প্রিয় সন্তান প্রতি-
আমি থাকি ভালো, সংসার সাথে এভাবেই মতিগতি।


হতে পারে হীন তবুও স্বপ্ন আমার মনের সাথে-
দেখা তো পেয়েছি সুফিয়ার সাথে সেই প্রিয় এক রাতে।
আমার মনেতে বেঁচে থাকো প্রিয়া, স্বপ্নের মাঝে এসো;
আমার প্রতি রাখিও খেয়াল আমাকেই ভালোবেসো।
আবার ঘুমাব দেখিতে স্বপন তুমি যদি আসো কাছে;
তোমাকে বলার অনেক কথায় আমাতেই তোলা আছে।
স্বপনের মাঝে দেখা দিয়ে যেও ছেলে মেয়েদের মনে-
তোমাকে যে ওরা বড়ো মিস করে দেখা দিও কোনোখানে।
                  ------------
** চলবে।