সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪০ (২১/১১/২০১৮) অংশের পর-


             ।।৪১।। কথা বলার ইচ্ছা
জানো প্রিয়তমা, আদর সুফিয়া, কে কোথায় সুর দিচ্ছে-
তোমার সাথেতে কথা বলিবার ভীষণ ইচ্ছা হচ্ছে।
কত কথা যেন জমা হয়ে আছে তোমার কথায় ভরা;
সব কথা যেন তোমায় বলিব শুনিবে এ সসাগরা।
কতদিন যেন দেখিনি তোমায় চাইনি চোখের পানে-
তবুও মনেতে হাজার দিনের কথা আছে এইখানে।
একবার যদি কাছেতে পেতাম বলতাম সুরেসুরে-
আমার সকল কথাগুলি যেন তোমার হৃদয় জুড়ে।


আমাদের ছিল গল্পের কথা, গল্পগুজব শুধু-
কতনা সময় কেটে গেছে প্রিয় বিনিদ্র রাত ধু ধু।
আজ আমি একা! তোমাতেই একা !কথা বলি কার সাথে-
এ সকল কথা বলি না তো প্রিয় শিশুদের সাক্ষাতে।
আমার সময় একলা সময় বুক জুড়ে কথারাশি-
একার মনেতে বলেছি তোমায় তোমাকেই ভালোবাসি।
কত ব্যস্ততা আমাদের ছিল তার মাঝে হইচই;
বন্ধু-বাঁধব সাথেতে ছিলাম উপভোগ ছিল কতই।


ছেলে-মেয়ে আর বাড়িঘর নিয়ে কেটে যায় দুইবেলা;
দিনের কর্ম শেষ করে প্রিয় মনেতে কথার খেলা।
বন্ধুতে আছি, বন্ধুরা ছিল করে গেছি উপভোগ;
বাঁধা তুমি কভু দাও নাই প্রিয় কথাতেই সম্ভোগ!
তবুও তো তুমি একার মনেতে করো কিছু অভিমান!
তোমাকে বোঝানো কত সেইদিন তোমাতে করিব দান।
হয় তো গো আমি ভুল পথে আছি, তুমি ছিলে পুরো ঠিক;
ওই দর্শন আমার কাছেতে কত ছিল স্বাভাবিক।


আজ বুঝি আমি ভুগছি গো প্রিয়ে, অজানা কোন সে রোগে!
কেউ বুঝি আর কাছেতে আসে না, কথা নেই মোর সঙ্গে।
কেউ বুঝি আর চাই না এখন মাড়াতে মোদের ছায়া-
কোন অভিশাপে কেড়ে নিল আজ আলোকপথের মায়া।
জীবনে বেড়েছে কত ব্যস্ততা হয় তো হবার ছিল;
অস্বস্তি বুঝি তাদের খানিক দূর করে রেখেছিল।
আজ হইচই থেমে গেছে সব নিত্য সে কলরব;
তোমার সাথেতে কথা বলিবার আজ আসে উৎসব।
               --------
** চলবে।