সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪১ (২২/১১/২০১৮) অংশের পর-


               ।।৪২।। রোজনামচা
আজ আমাদের দিন শুরু হয় সেই ভোর পাঁচটায়-
রাত এগারোটা বাজলে পরেতে দিন বুঝি শেষ হয়।
এর মাঝে চলে রোজেরনামচা আমাদের তিন জীবন;
কত কিছু আর, কত ঘটনা কত স্মৃতি চিরন্তন।
তারপরে আছে নিজের জগত না ঘুমানোর সে বেলা;
তোমার কাছেতে লিখিতে এ চিঠি তোমার মাঝেই খেলা।
সব কাজ শেষে ঘুমায় তোমার প্রাণপ্রিয় ছেলেমেয়ে-
রোজনামচায় আমার জীবন ওদের দিকেতে চেয়ে।


কাজের মাঝেতে মাঝে মাঝে আসে হয় তো গো অভিমান!
চিন্তা কোরো না আমরা থাকিব তোমাতেই মহীয়ান।
কত যে ঘটনা আসে পরপর সহ্য করেছি কত;
হাসিমুখে সব মেনে নিতে হয় ত্যাগ বুঝি অবিরত।
কারো প্রতি কোনো অভিযোগ নেই শুধু বাতুলতা আজ;
তোমার কথায় আমার মনেতে দাগ কেটে গেছে লাজ।
রোজনামচায় তুমি নেই পাশে তবুও তোমায় ঘিরে-
সব কাজ আর সব অবেলায় তুমি যেন ফিরে ফিরে।


অকালবিয়োগে উপরিপাওনা আমার বিরহগাঁথা-
ভিতরে কতই ঝড় বয়ে যায় বাইরে নির্লিপ্ততা।
এমন থেকেছি- কিছুই হয়নি, কাজটা সহজ কত-
এই ভাবনায় নিত্য যে সাথি প্রতিদিন শত শত।
অন্তরাত্মা মরছে মরুক রোজরোজ মাথা কুটে-
বাহির মাঝেতে হাসিখুশি আমি আনন্দেতে লুটে।
সময়ের বুঝি এই তো চাহিদা এই তো নিত্যদিন;
সহজ-সরল মনেতে আমার দুর্ভোগ সীমাহীন।


ছেলের মেয়ের প্রতি ভালোবাসা, ভরপুর কর্তব্যে-
ও নিন্দুকেরা বলছে বলুক গালি দিক অসভ্যে!
ওদের নিয়ে গো মজা করি বেশ মজাতে কাটাই বেলা;
কখন আবার ওদের বয়সী ওই সাথে করি খেলা।
ছেলেটির কাটে বাড়িতে সময় আমারা নানান কাজে-
মেয়ে স্কুলে, লেখা পড়া সেরে সাক্ষাত সেই সাঁঝে।
একসাথে থাকি, একসাথে ঘুরি, একসাথে বসবাস;
একসাথে আজ রোজনামচায় আমাদের বারোমাস।
                ---------
** চলবে।