সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪২ (২৩/১১/২০১৮) অংশের পর-


               ।।৪৩।। বিবাহবার্ষিকী
আজকে ভীষণ মনে পড়ে প্রিয়! তোমার কথায় লিখি-
তারিখ এগারো, এ নভেম্বরে- আজ বিবাহবার্ষিকী।
সেদিন বছর দু' হাজার সাত, এগারো বছর আগে-
তুমি যে আমার সঙ্গিনী হলে কী ভীষণ অনুরাগে।
আজ রাতে তাই মনে পড়ে খুব সেই দিনকার কথা
কোন সাজে সেই হয়েছ বেগম, তুমি যে আমার মিতা।
শুরু হয়েছিল এক সাথে চলা পথ চলা অনায়াসে-
চিরদিন তাই সেই সুর সাথে তুমি ছিলে মোর পাশে।


হয়তো কখন ঘটা করে আর যাপন করিনি দিন;
তবুও মনেতে আসে বারবার এই বেলা অমলিন।
দম্পতি কাছে বিশেষ এ দিন বিবাহের এই রীতি;
বিশেষ দিনটি এসেছে কাছেতে স্মরণে মননে মাতি।
কতদিন আসে বছর-তারিখ, কত দিন চলে যায়-
তবুও জীবনে এ বিশেষ দিন কখনও কি ভোলা যায়!
একটা দশক এভাবেই গেছে একসাথে কথা বলে;
ফিরে ছবি দেখা, কত মজা কথা বলেছি আপনে চলে।


এই দিন এলে প্রতিটি বছর ফোন করে কেউ কেউ;
তোমার বন্ধু শুভেচ্ছা দেয় জানো তুমি এ বছরেও।
এই দিনটাই মনে রাখে সে-, নিয়ত খবর পায়;
সব জেনে শুনে, সব জেনে বুঝে, আবেগ মাঝেতে চায়।
তার ফোন পেয়ে মনে পড়ে গেল আমার বিবাহদিন;
তুমি নেই কাছে বিবাহযাপন মন মাঝে বুঝি ঋণ।
এখানে নেই তো যুক্তি সে কোনো, ঘটনা আবশ্যিক;
ভবিষ্যতেও আসবে এদিন মনে রবে ঠিক ঠিক।


আজ তাই আমি আবেগতাড়িত এমন প্রলাপ দিনে-
জানাজা নমাজে বলেছি এ কথা সকলের সামনে।
মৃত্যু আসবে, অনিশ্চিত সে তবুও আবশ্যিক!
ডাক পড়িলেই যেতে হবে জানি ব্যতিক্রম সে ঠিক।
আমাদের কথা ব্যক্ত করেছি শ্লেষ মাঝে সেইকাল;
আবেগের কাছে হেরে গেছি আমি অভিঘাতে বেসামাল।
মহান আল্লাহ করুণাময় সে, করিবেন মার্জনা;
বিবাহবর্ষ এভাবেই এল আমি যে কিছু বুঝি না।
              --------
** চলবে।