সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪৩ (২৪/১১/২০১৮) অংশের পর-


              ।।৪৪।। তুমি ছিলে তাই
তুমি ছিলে তাই লাগত মাতন সন্ধ্যাদীপের কালে-
তুমি ছিলে তাই খুশিতেই দোলা প্রভাতশিশির ভালে।
আমার মনেতে আশার আলোক দেখা দিত পুবদিকে
তোমার জন্য হাজার রঙিন কবিতা-কাহিনি লিখে।
তুমি থাকিলেই জিতিয়া যেতাম মহা সে ভীষণ রণে-
তুমি প্রিয় মোর লক্ষপ্রদীপ জ্বলত আমার মনে।
তোমার মুখেতে জোছনার সুখে ভাসিত উঠানখানা;
কাছেতে আসিয়া সাতটি সুরের হাসি ছিল চাঁদপানা।


তুমি ছিলে তাই চোখের পাতায় নামত বৃষ্টিরাত;
তোমার নামেই সুখের সূর্য ভরাত এই প্রভাত।
তুমি ছিলে তাই ভাটার নদীতে আসত জোয়ার ঢেউ;
তোমার মুখের শরতশিশির দেখত না বুঝি কেউ।
তুমিই আমার শান্তবাতাস, শান্ত বিকালবেলা;
ঝিলের ধারেতে পাখিরা উড়িছে কুঞ্জ মাঝেতে খেলা।
প্রতিটি দিনের প্রতি সেই কথা থাকত সোহাগে লেখা;
হেমন্ত দিনে বসন্ত সুরে গোপন ঘরেতে দেখা।


তুমি ছিলে তাই ভেসেছে এ চোখ সেই পাখির কুজনে-
শিরশির সুরে দখিনাপবন পাতা মুকুলের মনে।
জোছনাতে আজ ভরেছে আকাশ মনেতে লেগেছে দোল
পলাশের লাল দিগন্ত ছোঁয় আনন্দ খুশি রোল।
তুমি ছিলে তাই তোমার কথায় আজকে প্রাণেতে দোলে-
আজ তুমি নেই তবুও তোমায় কেমনে যাব গো ভুলে।
তুমি ছিলে তাই আমার জীবন আমার ভাবনা সব;
তুমি ছিলে বলে জীবনেতে ছিল কত সেই কলরব।


তুমি ছিলে তাই রঙিনসূর্য দেখা দিত পুবকোণে-
সকালবিকাল মনের আলাপ কথা সেই দুইজনে।
আমাদের যত ভাবনা সকল আলাপ মধুরসুরে;
দুখের মালাটি গাঁথিয়া নিতাম সুখ পাশে ঘুরে ঘুরে।
সোনার দিঘিতে কত প্রেম আসে দিন হয় অবশেষ;
তুমি ছিলে তাই আমার বাড়িটি ছিল যে আমার দেশ।
মনের মাঝেতে মিশে গেছে শোক সে তোমার ভাবনায়;
আমার মনেতে সব কিছু ছিল, শুধু তুমি ছিলে তাই।
              ---------
** চলবে।