সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪৬ (২৭/১১/২০১৮) অংশের পর-


                ।।৪৭।। তোমার জায়গা
তোমার জায়গা তোমার থাকিবে কেউ কভু নেবে না;
এই পৃথিবীতে তুমিই আমার এ জন্মে কেউ আসবে না।
ভালো আছি তাই তোমার পাগল প্রকৃতির সাথে খেলি-
উঠতে বসতে নানা সেই বোধ অসুবিধাটায় মেলি।
এ বয়সী মেয়ের, ছোটো ছেলেটির মা- ছাড়া চলে না;
তাদের দেখার আছে বুঝি কেউ তুমি কষ্ট নিও না।
এই ছোটো ছেলে মা বলে ডেকেছে, সে নহে আসল মা;
দ্বন্দ্ব-পীড়নে কুড়েকুড়ে খাবে সে তো গর্ভধারিণী না!


প্রথম ডাকেতে মায়ের সে ডাক মনেতে ভিত্তি আসে;
স্মরণে আনিবে মায়ের সে স্মৃতি সুরে অমলিন পাশে।
মায়ের সে কথা, মায়ের চেহারা তার প্রতি আগ্রহ;
আদরের ছেলে ঘর ঘুরেঘুরে করবে তা সংগ্রহ।
গোপনে গোপনে খুঁজে যাবে সেই আপন মায়ের স্মৃতি;
জিজ্ঞাসিবে সে কাছে পাবে যারে হোক না সে অতিথি।
মা- বুঝি তার কেমনটি ছিল ছবিতে বোলাবে হাত
তাকে দেখে মা- ,কি- বলিত তারে কতটা সে সুস্নাত!


একদিন খোকা হিসাব করিবে সে তখন কত বড়ো
দিদির বয়স কত ছিল তার গণিত শুদ্ধ ধরো।
কতটুকু দিদি মাকে দেখিয়াছে তার মনে জিজ্ঞাসা;
দিদির চোখেতে প্রিয় মাকে দেখা সে করুণ পিয়াসা।
সেদিন তোমার স্মৃতির কথা মেয়ের কণ্ঠে গর্ব;
ভাই নিয়ে বুকে সব কথা তার কে করিবে বুঝি খর্ব।
কতই প্রশ্ন এসে থেকে যায় অজানা মনেতে বাঁধ;
কত বাসনায়, কত জিজ্ঞাসা শিশুটির মনে সাধ।


কখনও কখনও অনেকের মাঝে মানুষ হয় নিঃসঙ্গ!
একাকী থেকেও অনুভব করি আমি যে তোমার সঙ্গ।
আমার কথাটি ভেবোনা গো বেশি আমার বিরহমূল;
আমার জীবনে বিরহপঞ্জি এতো নয় কভু ভুল।
তোমাকে যে প্রিয় ভুলতে পারি না ভুলব না কোনোদিন
তোমার মাঝেতে জীবনের বোধ, তোমার কাছেতে ঋণ।
চেষ্টা করেছি বুঝতে গো আমি বিরহে বিরহে থাকি;
ভালো থেকো তুমি, আমার বিরহে তোমাকেই আমি ডাকি।
       ----------
** আগামী কাল শেষপর্ব।