সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ০৪ (১৬/১০/২০১৮) অংশের পর-    
                    
               ।।৫।। কোলের মানিশ
তোমার ছোটোটি কোলের মানিশ দুই বছরে সে প'ল;
বুঝল না আজ জানল না কিছু তার মায়ের কী হল?
মায়ের সাথেই সখ্যতা তার মা-ই ছিল দেহ, বল;
মাঝে মাঝে বুঝি ওই চোখখানি করে ওঠে ছলছল।
দরজা খুললে আওয়াজ হত আসে বুঝি তার মা-;
হাজার বায়না জুড়বে এখন তবু মা আসবে না-।
ফোনে যদি কোনো মায়ের কণ্ঠ ভেসে আসে কভু সুরে-
'মা- মা'- করে কাছে ছুটে যায় সে বুঝি এক দৌড়ে।


ওর তো কোনো দোষ নেই সখী এই তো নারীর টান;
রূপকথা নয়, উপমা নয় যে, সত্য উদাহরণ।
মা ও শিশু যেন  বাঁধা আছে আজ অকৃত্রিম এক টানে-
স্মৃতির মাঝে সেও মাকে খোঁজে ঘরের মধ্যিখানে।
সাকিল এসেছে- সেদিন বুল্টি, ওর মাসতুতো দাদা
বছর চারের বড়ো হবে খুব মন বুঝি ওর সাদা।
তার বুঝি আজ খারাপ লাগিছে মানিশকে দেয় সান্ত্বনা
তাকে বুঝিয়েছে তার মা- আর কোনোদিন আসবে না।


কেউ যদি তারে জিজ্ঞেস করে কোথায় মা তোর মানিশ?
'বাসে আসবেই, ভুম করে সেই, ঠিক আসবে জানিস!'
সেও জেনে গেছে তোমাকে নিয়েছে, জীবন নিয়েছে বাস;
এই ভাবনায় তাকে কুড়ে খাবে বছর বছর মাস।
এইতো সেদিন জুড়েছে বায়না- 'মাকে ডাকো, মাকে চাই'!
তার মনে আজ কোন বেদনা বুঝিতে আন্দাজ নাই।
জীবনে দাঁড়াব প্রশ্নের মুখে প্রশ্ন আসবে কত!
দু বছরই শিশু প্রশ্ন জবাব জানা নেই মোর এত।


দুধের শিশুর মনের মাঝেতে জমেছে শত যন্ত্রণা
মাতৃহারা এ শিশুটির কাছে আজ নেই সান্ত্বনা!
অনুভূতি তার যাচ্ছে যে মারা ভাষার জন্ম আগেই;
প্রিয় মাকে আজ হারিয়েছে সে যে চিনে ওঠার পূর্বেই।
মানিশ ছিল যে মায়ের কোলের বুক জোড়া এই ধন;
বাড়ির বাইরে থাকত যখন নিত্য তার বিবরণ।
অবুঝ মনেতে ফোনটি করেছে- 'হ্যালো হ্যালো মা শোনো-
আমার জন্য চকলেট এনো, বই এনো, বই এনো'।
         ---------
** চলবে।