সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ০৭ (১৯/১০/২০১৮) অংশের পর-


             ।।৮।। আমি অভাগা কাঙাল
আমি যে তোমার অভাগা কাঙাল আমার কথাটা থাক;
দশটা বছর একসাথে চলা তারপরে নির্বাক!
আজ আমি সখী ভগ্ন হৃদয়ে আশাহত এ পথিক;
জানি না জীবন কেমনে চলিবে কোন পথে ঠিক ঠিক!
আমার বিলাপ, আমার বিরহ বনের কান্না জানি;
স্মৃতি নিয়ে আজ বেঁচে থাকি শুধু তোমার কথায় মানি।
তোমারে হারিয়ে আমি যে কেমন কেমনে বোঝায় তা-;
শুধু মোরে আজ ঋণী করে গেছ ওগো তুমি প্রিয়তমা।


নীরোগ দেহেতে নির্ঝঞ্ঝাট আমাদের পথচলা-
তিরিশ আগেই আমার বধূর এই জীবন বিফলা।
দু' বছরই ছেলে, সাড়েসাত মেয়ে রাখিয়া আসলে প্রাণ;
মোর অবস্থা কেমন যে হয় করো তুমি অনুমান।
এর বেশি নয়, এর কম নয়! হৃদয়েতে আশাহত;
কখনও বুঝিনি এমন জীবন দুয়ারেতে সমাগত।
মনে ছিল কত অজানার খুশি রাশি ভরা সে স্বপ্ন;
স্মৃতি নিয়ে আজ বেঁচে আছি প্রিয় তোমাতেই আছি মগ্ন।


যা পাওয়ার ছিল পেলে না কিছুই, নিলে না কিছুই তুমি;
দিয়ে গেলে শুধু আমাদের মাঝে তোমার বিষাদভূমি।
ঋণী করে গেছ মোর প্রিয়তমা আমাকে করেছ ঋণী
ভুলব না আমি জীবনের ধন ভুলব না কোনোদিনই।
কেমনে তোমার প্রয়াণ ঘটিল প্রয়াণ আকস্মিক!
ও জলজ্যান্ত শরীর তোমার সব কিছু ঠিকঠিক।
ওগো সঙ্গিনী, অকালেতে গেলে অকালে ঝরালে সুখ;
তোমার কথায় ভেবে ভেবে আজ ফেটে যায় এই বুক।


কত সাধনার এ জীবন ছিল, ভেঙে গেল খেলাঘর
সকালে জাগিয়া মুখখানি দেখা অভ্যাস কবেকার।
মাঝে মাঝে ভাবি বিষাদের কথা, শুকিয়ে গিয়েছে গলা-
চোখের দুকোণে জল এসে যায় প্রতিটি একার বেলা।
আজ আমি তাই নব পরিচয়ে তোমার সেই 'অভাগা'
শিশুরা ঘুমায় রাত্রি নীরব আমি সেই রাতজাগা।
মাঝে মাঝে আমি ভুলতে চেয়েছি ভেবে গেছি আর কিছু;
ভালোবাসাবাসি এতটাই ছিল তোমার ভাবনা পিছু।
               --------
** চলবে।