(গত ২৯/১/২০১৮ তারিখে মুরশিদাবাদের দৌলতাবাদে একটি বাসের সলিলসমাধি ঘটে। মৃত্যু হয় ৪২ জনের। তার মধ্যে ছিলেন উনত্রিশ বছরের বিদ্যালয় শিক্ষিকা সুফিয়া মুমতাজ। তার বিরহে তার স্বামীর কণ্ঠে এই কবিতা।)


সকালে দেখেছি খবর পাতায়
'সেতু থেকে জলে বাস';
উদ্ধার শুরু মিলতেই থাকে
একের পর এক লাশ।
লোকে জমায়েত ভৈরবী পার
অশ্রু মানেনি বাঁধ;
রাজ্যের চোখ শুধু এইদিকে
আজ দৌলতাবাদ।


তখনও ভোরের আলো ফোটে নাই
বাস ছিল ভিড়ে ঠাসা;
যাত্রীরা প্রায় ঘুমিয়েই ছিল
বাইরে ছিল কুয়াশা।
দ্রুত গতিতে ছুটেছিল বাস
ছিল না নিয়ন্ত্রণ;
বিয়াল্লিশটি দেহের মাঝেই
সুফিয়া যে একজন।


স্বামীটি তাহার করিছে বিলাপ
সৎকার সেরে এসে;
তার সব ব্যথা লিখে গেছে আজ
প্রিয়াকেই ভালোবেসে।
বধূর তরেতে এ চিঠি তার
করুণার মাঝে স্মৃতি;
ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেছে আজ
বেদনায় ভরা রাতি।


প্রিয়া মোর তুমি! সখী মোর তুমি!
আর কি পাইব চোখে;
আমাকে ছাড়িয়া পরান বন্ধু
পাড়ি দিলে কোন লোকে!
আজ তাই বসি একা একা ভাবি
বেঁচে থাকি স্মৃতিতেই;
তোমার জীবন চোখের কোণেতে
আজ লিখি  চিঠিতেই।


** চলবে।