আজ নিশাকর এসে ডেকেছে আমায়
তোমার নামের স্রোতে; ওই পরপার
এসেছে যে কাছে! এই বুঝি সীমানায়-
দেখা যদি হয় প্রিয় আসি বারবার।
এমন গভীর দিনে রজনীর কাছে,
বলিব সকল কথা মোর সুহাসিনী-
আমার যতই সুখ মোর দ্বারে আছে
তখন কাছেতে ডেকে ভালোবেসে ঋণী।


রজনী মিলিয়ে যাবে থেকে যাবে সুখ!
তোমার নামের ডালি মোর গৃহদ্বারে-
শুধু ভাসে ছবিখানি আপনার মুখ;
কী কথা বলিব তারে এমন বাহারে।
সব দান রবে কাছে এই বেলা যায়-
মনে ব্যথা নিয়ে আমি তোমাকে হারায়।
             -------