শুনছ তুমি স্বপ্নসেতু অন্তপুরের মেয়ে-
তোমার কথা আমার মনে আমার আকাশ চেয়ে।


আমার চোখে অসাধারণ বুঝতে আমি পারি;
তোমার খুশির বিকেলবেলায় স্বপ্ন সারিসারি।


এই শুনে যাও স্বপ্নসেতু, এলোমেলো মেয়ে-
তোমার রূপে আমার আকাশ আমার চিন্তা ছেয়ে।


তোমার চোখে সকল কিছু লুকিয়ে ছিল জানি
তুমি আমার স্বপ্নসেতু আমার প্রণয়রানি।


শুনছ তুমি স্বপ্নসেতু খামখেয়ালি মন!
তোমার ঘরে আমার যাওয়া নিত্য পুরাতন।


তোমার ঘরে তোমার ছাদে তোমার চাঁদের হাসি
আসা যাওয়ার পথে আমি বড্ড ভালোবাসি।


---