কত সুনিপুণ তুমি
কত সুনিপুণ;
চেয়ে চেয়ে শুধু দেখি
দেখি তব গুণ।


তোমা মুখে আছে যেন
পদ্মফুল আভা;
চাঁদের আলোর মতো
তোমার ও-শোভা।


সারা অঙ্গে জুড়ে আছে
নবীন প্রভাত;
শুধু চেয়ে দেখি আমি
আঁখি প্রণিপাত।


কত অনুপমা তুমি
কত অনুপমা;
হলুদ পাখির মতো
তোমার মহিমা।
    -----