শূন্য পথে চলতে শিখি
আঁধার পথে স্বপন রাশি;
আদর করে মিলন রাখি-
চলতে পথেই ভালোবাসি।


বিফল মনে কতই কথা
শূন্য থেকে করেছি শুরু;
আবডালেতে শূন্য বৃথা-
বুকটি কাঁপিছে দুরু দুরু।


ব্যস্ত জীবন, এ নগর
বুঝি সকল যাপন পার
আশার মাঝে আসে খবর
জীবন পথে নবীন দ্বার।


দীপ জ্বলেছে পরশ মনে
জীবন তবু আমার নয়;
মনের কথা সংগোপনে
প্রতিদিনে এ পরিচয়।
     -----