জন্মদিনের বাসর কেটে গেছে কাল
একা গোপনে তোমার! জানি নাই আমি-
শুনি নাই, দেখি নাই; কিছু রক্তলাল
ফুলগুচ্ছ আনিয়াছ মুক্তমূল্যে দামি।
কেমনে কাটালে বেলা! কোন অভিসারে,
কে বা আঁকিল চন্দন ও ললাট পানে;
"শুভ জন্মদিন" প্রিয় শোনো বারেবারে-
আমার শুভেচ্ছা ছিল শুধু গানে গানে।


একদিন শুভেচ্ছায় ভরিত অঙ্গন-
কত শোভা লেখা ছিল সুরকণ্ঠ দানে;
ভুলে আমি যাই নি যে দিবস এখন!
মনে আছে, তুলে রাখি, আজ অভিমানে।
চাহিনা আজিকে আমি অদেখা জীবন
আবার 'শুভেচ্ছা নিও' মনেতে প্লাবন।
         --------


ছন্দ- অক্ষরবৃত্ত
পর্ব বিভাজন- ৮/৬
প্রকৃতি - সনেট