মুখের উপর নেমে আসছে আলোর
রূপরেখা, কক্ষপথ তার যে নির্দিষ্ট!
ধীরে ধীরে চারিপাশ আঁধারে মিশছে;
আলোলিকা দাগগুলি ক্ষীণ হয় দ্রুত,
একটি আদিম বন্য অন্ধকারে আমি
ধীরে ধীরে নিমজ্জিত। আমার পাশেতে
কোনো শক্তি নেই, আর সবটুকু স্বার্থ
দখল করেছে তারা ও স্বাধীনতায়।


একাকীত্বে যন্ত্রণারা দল বেঁধে আসে-
ক্রমশই চেতনাকে বদ্ধ করে দেয়
আনমনে; তিমিরতা আঁধারে আমিও!
মোর সকল ভাবনা যে অপূর্ণকর-
মনের মাঝেতে ক্লান্তি আসে অবসরে,
সব কৌতূহল মেশে এই অন্তঃপুরে।
       -----------