গরজন মুখরিত ধন্যছায়া মেঘেদের গান
মাদল আকাশে মেশে সুনিপুণ; আকাশকুসুম
স্বপ্নরাশী বাসা বাঁধে নীরবেতে বিজলীর দান!
নবীন ফুলেতে প্রেম অঙ্গীকার সাদা মরশুম।
সেই পথে সরোবর গোপনেতে মন মাঝে চুপ
আনন্দিত হই যেন সোহাগেতে হৃদয়েতে ঝাপ-
নীলশাড়ি নীলপথে নীলাম্বরী অপরূপা রূপ
তোমার হৃদয়ে মেঘ বরষায় ঝরিছে টুপটাপ।


সাঁঝবেলা মেঘসাথি তোমাতেই শতেক পসরা
স্বপনেতে দিই যেন নানা রূপ রঙেতে মিশিয়ে-
সুনয়না ওই রূপ দেখে ভেবে আমি আত্মহারা;
ঝরঝর কেঁদে উঠি বাসন্তিক তোমাতে ভাসিয়ে-
মেঘ ছুঁয়ে নীলনদী অনায়াসে তোমাতেই সাড়া
নবীনপ্রেম আমার স্বপ্নসেতু এসেছে এগিয়ে।