তুমি মোর প্রিয় বন্ধু,  তুমি যে আপন-
যখন একেলা আমি তোমাকেই ডাকি;
চারিদিকে শূন্যমালা আগুনের মন
চঞ্চল এই মনেতে কীভাবেতে থাকি।


চারিদিকে শোককথা শুনে যাই কত,
শুধু আছে আমাতেই মিথ্যা আবরণ;
ধ্বংস ও বিপর্যয় এ স্বভাবজাত-
প্রিয়া আজ পরবাসে অশান্ত মনন।


নেই বন্যা, নেই মেঘ, জল থই থই
অসুস্থ মনের মাঝে আমার আনন্দ;
শ্রাবণ মাতলো আজি সহচর কই!
প্রথম প্রেমেতে বুঝি এখানেই দ্বন্দ্ব।


আজ ক্ষমা করো প্রিয়, প্রিয় মোর তুমি!
সব বেদ, সব গ্রন্থ আঁখি জলে ভাসে-
বিকৃত হয়েছে আজ মোর প্রেমভূমি
তোমার আগুন আজ মোর আশেপাশে।
         ------০--------