তনু,
এক অবিশ্রান্ত সন্ধ্যায় আমি নদীর পাড়ে বসে আছি।
মন চাইলে অনেক কিছুই করতে পারি
না!
তা আমি চাইব না।
আমি আজ তোমার কাছে চিঠি লিখব।
তোমাকে ভেবেই!
আজকের দিনে, আজকের যুগে
চিঠির কোনো দাম নেই;
কেউ পড়ে না, কেউ লেখে না।
আমি লিখি।
আজও লিখছি শুধু তোমার জন্য।


** অসম্পুর্ণ।