কালো ঘন মেঘ উঠে এসেছিল তখন ঝড়ের আগে-
আকাশের গায়ে উঠেছিল হেসে রামধনু খানি;
তোমার কপালে চোখ পড়েছিল সেদিনের সোহাগে।


মেঘে মেঘে দোলা কত কথকতা আবেগ অনুরাগে-
বিদ্যুৎ যেন জন্ম নিয়েছে তার সাথে তার ঝলকানি;
কালো ঘন মেঘ উঠে এসেছিল তখন ঝড়ের আগে!


বোশেখের শেষে আজ বুঝি দেখি গোপন আঁচড় লাগে-
তোমার দেহেতে খুঁজে গেছি প্রিয় পলকের স্মৃতি আনি;
তোমার কপালে চোখ পড়েছিল সেদিনের সোহাগে।


মনের মাঝারে ঝড় উঠেছিল ঝড়ের বেদন জাগে-
তোমার ললাটে ঝড় তুলিব, যদি রাজি থাকো রানি!
কালো ঘন মেঘ উঠে এসেছিল তখন ঝড়ের আগে।


অবেলার কালে দেখা হয়ে গেল অপরিচিতার ভাগে
মনে হয় যেন তোমার সকল বাসনা আমি জানি;
তোমার কপালে চোখ পড়েছিল সেদিনের সোহাগে।


ঝড় শেষ হবে সকল যাতনা মিশিবে এ প্রয়াগে-
তখন দেখিব ললাট তোমার অনিমেষ অভিমানী;
কালো ঘন মেঘ উঠে এসেছিল তখন ঝড়ের আগে
তোমার কপালে চোখ পড়েছিল সেদিনের সোহাগে।
              -------
# ভিলানেল।